ব্রেকিং নিউজ
Home | উন্মুক্ত পাতা | অনলাইনে কালো কাক

অনলাইনে কালো কাক

127

অনেক বছর পুরানো একটি গল্প। এক এলাকায় খুব প্রিয় এক ধাত্রী ছিল,সবার সাথে খুব ভাল ভাব ছিল এবং সবাই থাকে খালা বলে ডাকত। উক্ত এলাকায় এক মেয়ের একটি বাচ্চা প্রসব হল, প্রসব কার্য শেষ করে সে বাড়ি ফেরার সময় পরিচয়জনরা খালা কি বাচ্চা হয়েছে জিজ্ঞাস করাতে সে উত্তরে বলে কাকের মত কালো একটি ছেলে হয়েছে, এই বলে সে বাড়ি চলে যায়।একটু পর কথাটি বিভিন্ন মুখ-কান ঘুরতে ঘুরতে বা বিবর্তন হতে হতে এমন অবস্থা হয়ে গেল ঐ বাড়ির মেয়েটি কাকের মত কালো বাচ্চা নয়, একটি কাক প্রসব করেছে।এই নিয়ে এলাকায় হৈ চৈ সৃষ্টি হয়।

উপরের গল্পটি এই জন্য লিখা-
এখন সারা বিশ্বে অনলাইন জগতটি এরকমই হয়ে গেছে। কোন‌ নিউজ, কোন বিষয়, কোন‌ গল্প, কখন কোথায় কিভাবে বিবর্ততিত হয়ে যাচ্ছে এর কোন হিসাব নেই।যেমনটা অল্প সময়ের মধ্যে কাকের মত কালো বাচ্চা প্রসব করা বাচ্চাটি কাকে পরিনত হয়েছে।

সে বিবেচনায় Lohagaranews24.com প্রতিষ্টা লগ্ন থেকে (২বছর) খবর প্রকাশে এখনো লাগাম ধরে রাখতে পেরেছে বলে আমরা মনে করি।আশা করি লাগামটি শক্ত হাতে রক্ষিত থাকবে।

শুভেচ্ছান্তে-
ডাঃ মুহাম্মদ ওমর ফারুক (হোমিওপ্যাথ)
প্রধান এডমিন
We love to see dreams-আমরা স্বপ্ন দেখতে ভালবাসি।
( মাদক বিরোধী ফেসবুক গ্রুপ)
লোহাগাড়া, চট্টগ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!