এলনিউজ২৪ডটকম : গত ৪ জুন রবিবার সকালে হঠাৎ ঝড়ো হাওয়ার আঘাতে উড়িয়ে নিয়েছে লোহাগাড়া উপজেলার উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয় ভবনের ছাউনি। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিক উদ্দিন।
তিনি আরো জানান, সকালের হঠাৎ ঝড়ো হাওয়ায় বিদ্যালয়ের একটি ভবনের চব্বিশ বর্গফুটের ছাউনি সম্পূর্ণভাবে উড়ে গিয়ে পাশ্ববর্তী মুন্সি পুকুরে পড়ে যায়। উক্ত ভবনে ৮ম থেকে ১০ম শ্রেণী ক্লাস হতো।

জানা যায়, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজিম শরীফ (অতিরিক্ত দায়িত্ব) ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের খোঁজ-খবর নেন। উপজেলা নির্বাহী অফিসার সহযোগিতার আশ^াসও দেন বলে জানা গেছে।