
নিউজ ডেক্স: আনোয়ারায় সাপের কামড়ে জাহেদুল ইসলাম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের লামার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জাহেদুল ইসলাম ওই এলাকার আমির হোসেনের ছেলে। সে দক্ষিণ জুঁইদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, জাহেদুল ইসলামকে হাসপাতালে আনা হলে তার ডান পায়ের পাশে সাপের কামড়ের চিহ্ন পাওয়া যায়। হাসপাতালে আনার আগেই সে মারা যায়।
Lohagaranews24 Your Trusted News Partner