নিউজ ডেক্স : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ সংসদীয় আসনে সীমানার খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ১৬টি জেলার ৩৮টি সংসদীয় আসনের সীমানা নির্ধারণে পরিবর্তন আনা হয়েছে। বাকি আসনগুলোর সীমানা অপরিবর্তিত রয়েছে।

বুধবার (১৪ মার্চ) নির্বাচন কমিশন থেকে নতুন সংসদীয় আসনে সীমানার খসড়া তালিকা প্রকাশ করা হয়।

ইসি জানায়, সংবিধানের অনুচ্ছেদ ১১৯ এর দফা (১) এর উপ-দফা (গ) এবং the delimitation of constituencies ordinance 1976 এর ধারা ৮ এর উপধারা (১)(বি) অনুযায়ী জাতীয় সংদস নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এলাকাভিত্তিক নির্বাচনী এলাকাগুলোর সীমানার একটি প্রাথমিক তালিকা প্রকাশ করিতেছে নির্বাচন কমিশন।
তালিকাটি সম্পর্কে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দার কাছে থেকে লিখিত দাবি/আপত্তি/সুপারিশ/মতামত আহ্বান করেছে কমিশন।
এর আগে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, ঢাকার ৫টি, নারায়ণগঞ্জের ২টি, নীলফামারীতে ২টি, রংপুরে ৩টি, কুড়িগ্রামে ২টি, পাবনায় ২টি, মাগুরায় ২টি, খুলনায় ২টি, সাতক্ষীরায় ২টি, জামালপুরের ২টি, শরীয়তপুরের ২টি, মৌলভীবাজারেরর ২টি, ব্রাহ্মণবাড়িয়ার ২টি, কুমিল্লার ৪টি, নোয়াখালীর ২টি এবং চট্টগ্রামের ২টি আসনে পরিবর্তন আনা হয়েছে।
তিনি বলেন, আজকেই এই তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। কারও কোনও দাবি আপত্তি থাকলে ১ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
কমিশন দাবি আপত্তি যাচাই-বাছাই শেষে আগামী ৩০ এপ্রিল সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বলেও জানান ইসি সচিব।