ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | শ্রীলঙ্কায় আবারও ‘সন্ত্রাসী হামলা’ হতে পারে : যুক্তরাষ্ট্র

শ্রীলঙ্কায় আবারও ‘সন্ত্রাসী হামলা’ হতে পারে : যুক্তরাষ্ট্র

680ef5b4ded9cfa67dab62698dba9863-5cbd61dcc696a

নিউজ ডেক্স : শ্রীলঙ্কায় মর্মান্তিক হামলায় ২৯০ জন নিহত হওয়ার পর দেশটিতে মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, শ্রীলঙ্কায় আরও সন্ত্রাসী হামলা হতে পারে। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মার্কিন পররাষ্ট্র দফতরের জারি করা ওই সতর্কতায় বলা হয়েছে, কোনো ধরনের আগাম বার্তা ছাড়াই পর্যটন এলাকা, ধর্মীয় স্থাপনা, গণপরিবহন, মার্কেট কিংবা শপিং মল, হোটেল, বিমানবন্দর, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও অন্যান্য জনবহুল এলাকায় যেকোনো সময় সন্ত্রাসী হামলা হতে পারে।

পররাষ্ট্র দফতরের সতর্কবার্তায় আরও বলা হয়েছে, যারা এখন শ্রীলঙ্কায় অবস্থান করছেন অথবা দেশটিতে ভ্রমণে যাচ্ছেন তাদেরকে মার্কিন পররাষ্ট্র দফতরের স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামের (এসটিইপি) সাথে সংশ্লিষ্ট থাকতে বলা যাচ্ছে। সেখান থেকে নিয়মিত নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!