______ফিরোজা সামাদ______
ওই নীলকাশ বলছে ডেকে
হৃদয়ে দিবো ঠাঁই,
সাগর বলে বাসবো ভালো
বুক পেতেছি তাই !!

চুপিচুপি বলে দখিণ হাওয়া
ভালোবাসি ভালোবাসি,
অামার পরশ দিয়ে তোমায়
অবিরত ছুঁয়ে অাসি !!
সুদূরে পথ যায় যে ডেকে
এসো অামার পানে,
নিয়ে যাবো তোমায় অামি
যাও খুশি যেখানে !!
বুকটা ছিড়ে পাহাড় বলে
অামার কান্না দেখো,
ভালোবাসি তোমায় অামি
বুকের মাঝে থেকো !!
গহীণ অরণ্য ঈশারায় ডাকে
সবুজে সাজাবো তোমায়,
চিরযৌবনা থাকবে তুমি
অামার সীমানায় !!
মাটি অামায় ডেকে বলে
অামি যে মা তোর,
অামার বুকেই শেষ ঠিকানা
মাটির এই কবর !
এতো ভালোবাসায় অামার
মন দিতে চায় সাড়া,
কোনদিকে যাই ফিরে তাকাই
অামি পাগলপারা !!
তোমরা এবার দাওনা বলে
কোথায় অামি যাই,
কোথায় গিয়ে শান্তি অামার
শেষ ঠিকানা ভাই ??