এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া সদরস্থ ‘লোহাগাড়া মেরিট স্কুল এন্ড কলেজ’ প্রাঙ্গণে ২০১৯ শিক্ষাবর্ষ কর্মসূচিকে সূচারুরূপে সুসম্পন্ন করতে ৮ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ডাঃ জালাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ এম. সিরাজুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়ানিউজ২৪ডটকম সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক।

বক্তারা বলেন, মা-বাবা ও শিক্ষকের প্রচেষ্টায় একজন শিক্ষার্থী মেধাবী হয়ে ওঠে। ধর্মীয় নৈতিক শিক্ষাও দিতে হবে। শিক্ষিত হওয়ার সাথে মানুষও হতে হবে। মানুষ হতে হলে ধর্মীয় অনুশাসন পালনে শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করা প্রয়োজন। ছোটবেলা হতে সত্য বলতে অভ্যস্ত করতে হবে। øেহ-মমতা আর আদরে-শাসনে ছেলেমেয়েদেরকে বড়ো করে তুলতে হবে। যাতে বড়ো হয়ে মা-বাবাকে ভুলে না যায়।
বক্তব্য রাখেন অভিভাবক সদস্য আবু খালেদ চৌধুরী, তৌহিদুল ইসলাম, উপাধ্যক্ষ ফরিদ আহমদ ও শিক্ষক মোঃ জাকারিয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক মুহাম্মদ সালাহ উদ্দিন।