এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় লকডাউনের দ্বিতীয় দিনে ২৯ মামলায় ১৫ হাজার ৯৪০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২ জুলাই) সকালে উপজেলা সদর বটতলী মোটর স্টেশন, আধুনগর খাঁন হাট বাজার, বড়হাতিয়ার মনুফকির হাট বাজার ও সেনেরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী।
তিনি জানান, চলমান লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন। লকডাউন অমান্য করে দোকানপাট খোলা রাখা ও বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় সংক্রমণ প্রতিরোধ আইন ২০১৮ এর ২৪ ধারায় ২৯ জনকে ১৫ হাজার ৯৪০ টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সাথে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ১০ পদাতিক ডিভিশনের একটি টিম, থানার এসআই পার্থ সারথী হাওলাদার, ভূমি অফিসের সমির চৌধুরী ও নয়ন দাশ প্রমুখ।