এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫ ফেব্র“য়ারী (সোমবার) রাতে বিএনপি ও যুবদলের ৪ নেতাকে আটক করেছে।
আটককৃতরা হলেন পদুয়া ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আহমদের পুত্র মোবারক আহমদ (৪০), একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মৃত আবুল হোসেনের পুত্র আকতার হোসেন (৩৫), যুবদল নেতা পদুয়া ফরিয়াদিকুলের সমশুল আলমের পুত্র দেলোয়ার (৩৫) ও লোহাগাড়া সরকার পাড়ার মৃত হারুনুর রশিদের পুত্র শাহজাহান (৩২)।

লোহাগাড়া থানা সূত্রে জানা গেছে, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করায় তাদের আটক করা হয়েছে। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।