ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা আদায়

লোহাগাড়ায় নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা আদায়

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রির জন্য মজুদ করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার আধুনগর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী।

অভিযানে আধুনগর বাজারে খোরশেদ আলমের মুদি দোকানে বিক্রির জন্য মজুদ করায় ১৬০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ ও ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পদুয়ায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায়, শ্রমিক গণজমায়েত করে বাড়ির নির্মাণ কাজ করায় ও অযথা ঘোরাঘুরি করায় ৪ জনকে ১০ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী জানান, মুদি দোকানে বিক্রির জন্য নিষিদ্ধ পলিথিন ব্যাগ মজুদ ও লকডাউন আইন অমান্য করায় ৫ জনকে ৪৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!