লোহাগাড়ায় দ্বিতীয় দফায় সংগঠনের তালিকাভূক্ত এতিম, অনাথ, প্রতিবন্দ্বী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে লোহাগাড়া দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থা। গত ২৭ জুলাই বিকেল ৪টায় বটতলী মোটর ষ্টেশনস্থ এ. রহমান মার্কেটের সংগঠন কার্যালয় চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তথা আধুনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক। প্রধান অতিথি ছিলেন প্রবীণ শিক্ষাবিদ তথা হাজী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিক আহমদ, আমিরাবাদ সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, সাংবাদিক আবদুল জব্বার ফিরোজ, বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী নবাব হোসেন প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক এম. এম আহমদ মনিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য মোঃ শাহজাহান, মোঃ ইউসুফ, মোঃ সাইফুল ইসলাম, শাহাদৎ হোসেন সাগর, মোঃ আরমান হোসেন, ইমরান হোসাইন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ৪০ জন শিক্ষার্থীদের মাঝে চাল, মশারী, ছাতা, কাগজ-কলম এবং অত্যন্ত দরিদ্র ১০ম শ্রেণীর ছাত্রের মাঝে চেয়ার-টেবিল বিতরণ করেন। এছাড়া একই সময় জনৈক প্রবাসী যুবক নবাব হোসেন উক্ত প্রতিবন্দ্বী শিক্ষার্থীকে নগদ এক হাজার টাকা প্রদান করেন। -খবর প্রেস বিজ্ঞপ্তির