এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় গোয়ালঘরের তালা কেটে ৩টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। মঙ্গলবার (২১ জুলাই) ভোররাতে উপজেলা সদর ইউনিয়নের উকিলের পাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত গরুর মালিকের নাম আবদুল কুদ্দুস (৫০)। তিনি ওই এলাকার মৃত আবুল বশরের পুত্র ও পেশায় অটোরিক্সা চালক।
আবদুল কুদ্দুস জানান, রাত ১২টার দিকে গরুগুলো বাড়ি সন্নিহিত গোয়ালঘরে রেখে তালাবদ্ধ করে ঘুমাতে যান। ধারণা করা হচ্ছে, ভোররাতে চোরেরা গরু ৩টি নিয়ে যায়। ভোরে গোয়ালঘরের দরজা খোলা ও তালা ভাঙ্গা দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। গরু ৩টির আনুমানিক মূল্য ২ লাখ টাকা।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই পার্থ সারথী জানান, এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।