ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় কর্মহীন ও নিম্ন আয়ের মানুষ ১০ টাকায় বিশেষ ওএমএস’র চাল থেকে বঞ্চিত

লোহাগাড়ায় কর্মহীন ও নিম্ন আয়ের মানুষ ১০ টাকায় বিশেষ ওএমএস’র চাল থেকে বঞ্চিত

এলনিউজ২৪ডটকম : করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে বিশেষ ওপেন মার্কেট সেল (বিশেষ ওএমএস) কর্মসূচির মাধ্যমে খোলাবাজারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে। গত ৫ এপ্রিল থেকে দেশব্যাপী কার্যক্রম শুরু হয়। কিন্তু শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত লোহাগাড়ায় এ কার্যক্রম শুরু না হওয়ায় করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

করোনা ভাইরাসের প্রভাব মোকাবিলায় বিশেষ ওএমএসের নীতিমালায় বলা হয়েছে, করোনা ভাইরাসের ফলে দিনমজুর, রিকশাচালক, ভ্যান চালক, পরিবহন শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার, ভিক্ষুক, ভবঘুর, তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়সহ অন্যান্য সকল কর্মহীন মানুষকে এর আওতায় এনে বিশেষ ওএমএস কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।

খাদ্য মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়েছে, একজন মানুষ একবার সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবে। সপ্তাহে কেনা যাবে একবার। আর চাল কেনার সময় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখাতে হবে। তবে যদি কেউ খাদ্যবান্ধব কর্মসূচি বা ভিজিডি কর্মসূচির অন্তর্ভূক্ত হয়ে থাকে, তাহলে তিনি (বিশেষ ওএমএস) কর্মসূচির ভোক্তা হতে পারবে না।

লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট রোডের ওএমএস চালের ডিলার মেসার্স বার আউলিয়া এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ মহিউদ্দিন গণমাধ্যমকে জানান, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডের মাধ্যমে প্রতি পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল বিক্রির কার্যক্রম চলছে। কিন্তু জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে সপ্তাহে ৫ কেজি চাল বিক্রয়ের কোন নির্দেশনা পাননি।

লোহাগাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আওয়াই মং চাক এ ব্যাপারে গণমাধ্যমকে জানান, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডের মাধ্যমে ৬ হাজার ১০২টি পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল ডিলারদের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে সপ্তাহে ৫ কেজি চাল বিক্রয়ের কোন নির্দেশনা আমাদের কাছে আসেনি। নির্দেশনা পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন গণমাধ্যমকে জানান, মাননীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় লোহাগাড়া উপজেলার মানুষ যুক্ত হতে পারেনি বিষয়টি আমার জানা ছিল না। কর্তৃপক্ষের সাথে কথা বলে লোহাগাড়ায় দ্রুত এ কার্যক্রম চালুর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!