এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় মিফতাহুল জান্নাত (২৬) নামে এক নারী একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ৩টায় উপজেলা সদরের এক বেসরকারী হাসপাতালে তিনি এ সন্তানদের প্রসব করেন। তিন নবজাতকই ছেলে।
মিফতাহুল জান্নাত উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমানের স্ত্রী। এরপূর্বে ওই দম্পতির ২টি কন্যাসন্তান রয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন মিফতাহুল জান্নান। পরদিন হাসপাতালের গাইনী রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. কানিছ নাছিমার আক্তারের তত্ত্বাবধানে সিজারিয়ানের মাধ্যমে পর পর তিনটি ছেলে সন্তান জন্ম দেন তিনি। বর্তমানে মা ও তিন শিশু সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানান।
প্রসূতির স্বামী মোহাম্মদ সোলাইমান জানান, আমার স্ত্রীর হঠাৎ প্রসব বেদনা উঠলে হাসপাতালে নিয়ে আসি। একসঙ্গে তিনটি বাচ্চা জন্ম দেওয়া সত্যিই সৌভাগ্য। আপনারা সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে।