এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ২টি আইস ফ্যাক্টরী ও এক মুদি দোকানে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ ৫ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় অভিযান চালিয়ে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ। সাথে ছিলেন উপজেলা স্যানটরী ইন্সপেক্টর মুহাম্মদ শের আলী ও পেশকার সমীর চৌধুরী।

জরিমানা করা হয় লোহাগাড়া উপজেলা সদরের আলুরঘাট রোডস্থ ইকবালের আইস ফ্যাক্টরীকে ১০ হাজার টাকা, পদুয়ায় আবুল কালামের আইস ফ্যাক্টরীকে ৮ হাজার টাকা ও মোঃ ইসমাইলের মুদি দোকানে ২ হাজার টাকা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ জানান, অস্বাস্থ্যকর পরিবেশে স্যাকারিন ও রং মিশিয়ে আইসক্রিম উৎপাদন এবং বিক্রির অপরাধে দু’আইস ফ্যাক্টরীকে ১৮ হাজার টাকা ও বিএসটিআই’র অনুমোদনহীন টোস্ট বিক্রির অপরাধে এক মুদি দোকানীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরণের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দেন এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।