এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার পুটিবিলায় আওয়ামী লীগ নেতার বাগান বাড়ি ভাংচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) ভোররাতে ইউনিয়নের পহরচান্দা বাগান পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত গাজী ইছহাক মিয়া কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
তিনি জানান, কে বা কারা রাতের আঁধারে তার বাগান বাড়ি ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়। এই সময় দুর্বৃত্তরা বাগান বাড়িতে থাকা ধানের বস্তা, মসজিদে লাগানোর জন্য রাখা কয়েকটি ফ্যান, জেনারেটর, সেচ মেশিনসহ আসবাবপত্র নিয়ে যায়।
এই ঘটনায় আতংকের মধ্যে রয়েছেন বলে জানান তিনি।