ব্রেকিং নিউজ
Home | শীর্ষ সংবাদ | মেঘলা আকাশ

মেঘলা আকাশ

65

_____জেসমিন সুলতানা চৌধুরী_____

হঠাৎ মেঘ দেখলাম আকাশে
তাই আনমনে ভাবছি বসে,
নিজে নিজেই বোঝাপড়া করছি শেষে।

আজ কি আকাশের মন খারাপের দিন?
তাই হবে হয়তো,
শহর গ্রাম ভিজিয়ে দিয়েছে
কান্নার নোনা জলে তাইতো ।
আকাশে আজ কি সূর্য ওঠবেনা?
অভিমান শেষ হলে তবেই মন হবে শান্ত,
কান্না ও হবে তখন ক্ষান্ত।
ঘন ঘন কেন এত মন খারাপ হয় আকাশের ?
আড়াল করে রাখে তারে সব কালো মেঘ একসাথে,
ঝগড়া বাধাঁয় যখন তখন হোলি খেলে আগুন নিয়ে।
করবে কি আর
তারারা যখন বসায় বিচার,
সারারাত জ্বালায় আলো
খরচা কি আর কম হলো?
দেখতে পায় না কেউ,
তাইতো
কেঁদে কেটে সাগরে তুলে ঢেউ।
এখন করি কি ?
কি আর করা
আকাশকে কি আর যাবে ধরা,
সন্ধ্যা হলে উঠবে তারা
হাসবে আকাশ, মিঠিমিঠি জ্বলবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!