এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মাষ্টারহাট এলাকায় ৪ মে শুক্রবার বিকেলে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক সত্তর বছর বয়সের এক বৃদ্ধকে পাওয়া গেছে। বৃদ্ধটি বর্তমানে মাষ্টারহাট নেজামত আলী মাষ্টার মার্কেটের (চিতা মার্কেট) ব্যবসায়ী জনৈক জসিম সওদাগরের হেফাজতে রয়েছে।

বৃদ্ধের অভিভাবকের সন্ধান জানা একান্ত প্রয়োজন। সে কোন কথা বলতে পারে না। কিছু জানতে চাইলে মাথা নেড়ে হ্যা/না বুঝায়। তার পকেটে লোহাগাড়া জেনারেল হাসপাতালের একটি স্লিপ ও কিছু টাকা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় মো: শাহাদাত।

উক্ত বৃদ্ধের অভিভাবকের কোন ঠিকানা জানা থাকলে মাষ্টারহাট চিতা মার্কেট এলাকায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। মোবাইল : ০১৮৫২৭৭৭৪৪২