নিউজ ডেক্স : সীতাকুণ্ড উপজেলার ১০ নম্বর সলিমপুর ফকিরহাট কালু শাহ মাজার এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হালিমা বেগম (২৫) নামে এক নারী নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ( ১৫ এপ্রিল) সকালে রায়হানের ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হালিমা বেগম নগরের আকবরশাহ থানার ফারুক চৌধুরীর মাঠ এলাকার সাদেকুল ইসলামের স্ত্রী।
জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, নির্মাণ শ্রমিকের সহযোগী হিসেবে হালিমা বেগম একটি বাসায় ফ্লোরে কাজ করার সময় একটি ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ অবস্থায় উদ্ধার করে দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাংলানিউজ