ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | বায়ুদূষণে বছরে ৭০ লাখ মানুষের মৃত্যু!

বায়ুদূষণে বছরে ৭০ লাখ মানুষের মৃত্যু!

নিউজ ডেক্স : মানুষের স্বাস্থ্যের জন্য অন্যতম পরিবেশগত হুমকি বায়ুদূষণ। সমস্যাটি সমাধানে বিশ্বজুড়ে বায়ুর মান উন্নত করতে এয়ার কোয়ালিটি গাইডলাইনস আরও জোরদার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডব্লিউএইচও) ।

বুধবার এয়ার কোয়ালিটি গাইডলাইনস বিষয়ক এক প্রতিবেদনে সংস্থাটি ডব্লিউএইচও জানিয়েছে, বায়ুদূষণে বছরে ৭০ লাখ মানুষের মৃত্য হয়। বাংলানিউজ

বিশ্বজুড়ে বায়ুর মানের সূচক নিম্নমুখী। এজন্য এই বায়ু জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলছে। বায়ুদূষণ প্রতিরোধ পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। কোনো নির্দিষ্ট দেশ কিংবা অঞ্চলভেদে নয়, বরং বিশ্বজুড়েই নিতে হবে পদক্ষেপ। এদিকে আগামী অক্টোবরে স্কটল্যান্ডের গ্লাসগোতে বসছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক বৈশ্বিক সম্মেলন কপ-২৬। তার আগে বায়ুদূষণ নিয়ে নতুন এ গাইডলাইন প্রকাশ করল ডব্লিউএইচও। অস্বাস্থ্যকর খাবার ও ধূমপানের চেয়েও বেশি স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে বায়ুদূষণের কারণে।

সবশেষ ২০০৫ সালে একিউজিএস প্রকাশ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০০৫ সালের পর থেকে ১৬ বছর ধরে সংগ্রহ করা তথ্য অনুযায়ী এখনই বায়ুদূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে জানিয়েছে সংস্থাটি।  

দীর্ঘদিন দূষিত বাতাসের মধ্যে থাকলে যেসব রোগ হতে পারে, তার মধ্যে রয়েছে –

  • হৃদরোগ
  • কাশি, নিউমোনিয়াসহ ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগ
  • ফুসফুসের সংক্রমণ
  • ফুসফুসের ক্যান্সার
  • ডায়াবেটিস
  • অ্যাজমা ও শ্বাসকষ্ট জনিত নানা রোগ
  • স্ট্রোক
  • চোখে ছানি পড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!