Home | দেশ-বিদেশের সংবাদ | বার্মিজ ভাষায় বাংলাদেশী পণ্য !

বার্মিজ ভাষায় বাংলাদেশী পণ্য !

Ukhiya-Pic-1-701x540-701x540
কায়সার হামিদ মানিক, উখিয়া : উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবির গুলোতে বাংলাদেশী একটি তামাক জাত কোম্পানী বার্মিজ ভাষায় পোষ্টার ছাপিয়ে তা সর্বত্র সাটিয়েছে। বাংলাদেশে ধুমপান ও তামাক জাতক পণ্যের প্রচারনার কোন ধরনের প্রকাশ্যে বিড়ি, সিগারেট ও তামাক জাত পণ্যের বিল বোর্ড, পোষ্টার ও হ্যান্ড বিল প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা রয়েছে। আইন ও বিধিমালা লঙ্গন করে আকিজ বিড়ি কোম্পানি তাদের বিড়ি ও তামাক জাতক পণ্যের পোষ্টার, লিফলেট ছেয়ে ফেলেছে রোহিঙ্গা শিবির গুলো।
উখিয়ার কুতুপালং, বালুখালী, থাইংখালী সহ অস্থায়ী রোহিঙ্গা আশ্রয় শিবির গুলোতে আকিজ কোম্পানি তাদের উৎপাদিত বিড়ি ও অন্যান্য তামাক জাত পণ্যের প্রচারনায় অভিনব কৌশল অবলম্বন করতে দেখা গেছে। এসব অস্থায়ী রোহিঙ্গা শিবির গুলোর সর্বত্র আকিজ বিড়ির প্রচারনার জন্য রঙ্গিন পোষ্টার লাগানো হয়েছে। মাঝারি ও বড় ধরনের পোষ্টারে ইংরেজী, বাংলা ও বার্মিজ ভাসায় লোক জনের দৃষ্টি আকর্ষনের জন্য এধরনের অসংখ্য পোষ্টার সাটানোর ব্যাপারে স্থানীয় সচেতন লোকজন ক্ষোভ প্রকাশ করেছেন।
কুতুপালং এলাকার সচেতন ব্যাক্তি নুরুল হক খান, অনিয় বড়–য়া, বালুখালী জাফর ইকবার বলেন, বৈধ ব্যবসা করতে কেউ কাউকে মানা করছে না। তাই বলে আইনকে তোয়াক্কা না করে যত্রতত্র প্রকাশ্য নিষিদ্ধ বিড়ি, সিগারেট ও তামাক জাত প্রন্যের পোষ্টারের ছেয়ে ফেলা অবশ্যই নিন্দনীয় ও বেআইনি। তাউ আবার বাংলা ও ইংরেজী ভাষার পাশাপাশি বার্মিজ ভাষা। তাদের অভিযোগ এধরনের প্রকাশ্য বেআইনি কর্মকান্ড কি দেখার মত কেউ নেই। যদি থেকে থাকে তাহলে এগুলো কি ভাবে সর্বত্র প্রদর্শিত হচ্ছে। এসব বেআইনি তামাক জাতক পণ্যের প্রচার প্রচারনার লিফলেট ও পোষ্টার গুলো অবশ্যই দ্রুত অপসারন পূর্বক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের বলেন, এধরনের বেআইনি ভাবে তামাক জাতক পণ্যের প্রচারনা মূলক পোষ্টার বা লিফলেট আমাদের নজরে আসেনি। তবে তদন্ত করে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!