Home | দেশ-বিদেশের সংবাদ | ফেসবুকে ধর্ম নিয়ে অশালীন মন্তব্য, চুয়েট শিক্ষার্থী গ্রেফতার

ফেসবুকে ধর্ম নিয়ে অশালীন মন্তব্য, চুয়েট শিক্ষার্থী গ্রেফতার

নিউজ ডেক্স : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষার্থীকে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় নগরীর উত্তর নালাপাড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রবিবার (২১ মার্চ) ভোর ৪টার দিকে সৌরভ চৌধুরী (২৪) নামের ঐ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয় বলে জানান সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম। বাংলানিউজ

সৌরভের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। তিনি চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম জানান, গত ১৯ মার্চ ফেসবুকে ধর্ম নিয়ে অশালীন মন্তব্য করেন পুরকৌশল বিভাগের শেষ বর্ষের ঐ শিক্ষার্থী। এ বিষয়ে শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হবে।

সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম বলেন, “গত শনিবার রাতে রাউজান থানায় সৌরভ চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। এর প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।”

প্রসঙ্গত, গত অক্টোবর মাসেও একই অপরাধে রায়হান রোমান নামের এক শিক্ষার্থীকে বহিষ্কার করে চুয়েট প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!