এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পুটিবিলায় মালবাহী ট্রলির (পাওয়ার ভ্যান) সাথে ব্যাটারি চালিত রিক্সার মুখোমুখি সংঘর্ষের ৬ জন আহত হয়েছেন। শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দরবেশহাট ডিসি সড়কে ইউনিয়নের এম.চর হাট বাজারের পূর্ব পাশে এ দূর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন স্থানীয় আবু হায়াত (১৭), আল আমিন (১৮), মো. আরাফাত (২০) ও সুজন (২১)। আহত অন্য দুই জনের নাম পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কেয়াজুপাড়া বাজারমুখি মালবাহী ট্রলির সাথে বিপরীত যাত্রীবাহী ব্যাটারি চালিত রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রলি ও রিক্সায় থাকা ৬ জন আহত হয়েছেন। স্থানীয় তাদেরকে উদ্ধার করে এম.চর হাট বাজারে চিকিৎসাসেবা দেন। ধারণা করা হচ্ছে, মালবাহী ট্রলির বেপরোয়া গতির কারণে এ দূর্ঘটনা ঘটেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে আহতদের বর্তমান অবস্থা বা কোথায় চিকিৎসাসেবা নিচ্ছেন সে ব্যাপারে জানাতে পারেননি তিনি।