নিউজ ডেক্স : পটিয়া উপজেলার কেলিশহর এলাকায় মহিষ চুরি করে পিক-আপে তুলে নিয়ে যাওয়ার সময় এক শিশুসহ পাঁচজনকে হাতেনাতে ধরেছে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
আটকরা হল কেলিশহর গুচ্ছগ্রামের আবদুল মালেকের ছেলে সুজন (২০), একই এলাকার আলমগীরের ছেলে পারভেজ (২৫), জসিম উদ্দিনের ছেলে সাইম (১৮), আবদুর রশিদের ছেলে আলমগীর (২৬), সুলতান আহমদের ছেলে আবদুস ছবুর (৩৫), আহমদ মিয়ার ছেলে জামাল হোসেন (২৬)।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, পটিয়া থেকে মহিষ চুরির সময় পাঁচ চোরকে পিক-আপসহ গ্রেফতার করেছে টহল পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরেরা পুলিশকে জানিয়েছে, চোরাই মহিষটি লোহাগাড়া নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। গবাদি পশু চুরি করাই তাদের পেশা।
মহিষের মালিককে খবর দেওয়া হয়েছে জানিয়ে ওসি বলেন, পিক-আপটি জব্দ করা হয়েছে। চোরদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।