এলনিউজ২৪ডটকম : দোহাজারী হাইওয়ে থানার উদ্যোগে ২৮ অক্টোবর সকালে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে এক র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান র্যালীতে নেতৃত্ব দেন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দোহাজারী ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু তৈয়ব, দোহাজারী হাইওয়ে থানা সিপি দেলোয়ার হোসেন প্রকাশ মিন্টু, আরকান মহাসড়কের সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব, দোহাজারী হাইওয়ে থানা কমিউনিটি পুলিশং’র সভাপতি আরব আলী বাচা, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক প্রমুখ।
“পুলিশিং জনতা, জনতাই পুলিশ” এই শ্লোগান সামনে রেখে জনগণ কিভাবে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যায়, কিভাবে সমাজে অবদান রাখা যায়, কিভাবে একটা সমাজের চিত্র পাল্টে দেয়া, কিভাবে মহাসড়কে দূর্ঘটনা প্রতিরোধ, আহত ব্যক্তি কিভাবে সেবা দেয়া যায়, দূর্যোগে কিভাবে পাশে দাড়ানো যায় এসব বিষয়ে বক্তারা আলোচনা করেন।