নিউজ ডেক্স : বাঁশখালীর পুকুরিয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান চৌধুরী।
বুধবার (৯ মার্চ) সকাল ১১টার দিকে পুকুরিয়ার ঝিঝি ফকির মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় তাকে বহনকারী গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।
জানা যায়, বেপরোয়া গতিতে আসা একটি ইটবাহী ট্রাক প্রথমে সিএনজি অটোরিকশাকে ও পরে ইউএনও’র গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় সিএনজি অটোরিকশার ৩ যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক বলেন, সকাল ১১টার দিকে পুকুরিয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন ইউএনও মো. সাইদুজ্জামান চৌধুরী। তবে অলৌকিকভাবে বেঁচে যান তিনি। -বাংলানিউজ