______শরীফ হেলালী______
আজকের নওজোয়ান, নব প্রজন্ম
এ যুগের যুবরাজ, তরুণ সমাজ!
যাঁদের চলার পথে তাকিয়ে বিশ্ব
মাথায় পরিয়ে দিতে নেতৃত্বের তাজ!
যাঁরা স্বীয় জ্ঞান-গুণে, বুদ্ধিমত্তায়
আত্মবিশ্বাস, অসীম সাহসিকতায়
যোগ্যতা, দক্ষতা ও স্বীয় মহিমায়
নিজেকে তুলবে অনন্য উচ্চতায়!
তারা কেন আজ আপন ভুলে
জীবন ধ্বংসের পথে নেশার ছলে
তারা কেন আজ হতাশায় ডুবে
নিজেকে নিয়ে যাচ্ছে অন্ধকারে?
যে জীবনের নেই কোন সুর-ছন্দ
সেথায়ও তারা খোঁজে সুখ-আনন্দ?
তারা কেন ভাবে- এ জীবন বৃথা
তারা কেন শোনে শয়তানের কথা?
কেন অপরাধ জগতের অপরাধীরা
করে তরুণ সমাজ ধ্বংসের পাঁয়তারা?
যাঁরা হতে পারে আগামীর আইডল
ভবিষ্যৎ হবে স্বপ্নীল, দীপ্ত-উজ্জ্বল!
তাঁরাই যদি হয়ে যায় এভাবে ধ্বংস
চলবে কী করে তবে আগামীর বিশ্ব?
এসো, চলে এসো, হে তরুণ সমাজ
দৃঢ় প্রতিজ্ঞা, দৃপ্ত শপথ করো আজ-
‘আমরাই পরিবো মহান সেই তাজ
আমরাই হবো বিশ্বনন্দিত মহারাজ!’