সাতকানিয়া উপজেলা কমপ্লেক্স ভবনের উদ্বোধন পূর্বে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি সাতকানিয়া সদর বাজার জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য এবং খুতবা প্রদান করেন। বক্তৃতায় তিনি ইসলামের শান্তি, সম্প্রীতি, সহমর্মিতা এবং সুকুমার দিকসমূহ তুলে ধরার পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ এবং রাষ্ট্রদ্রোহিতার কুফল সম্পর্কে জনমনে সচেতনতা সৃষ্টির জন্য ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানান।
