ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | চবির ভর্তি পরীক্ষায় আবেদন-অনুপস্থিতিতে রেকর্ড

চবির ভর্তি পরীক্ষায় আবেদন-অনুপস্থিতিতে রেকর্ড

নিউজ ডেক্স : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে এবার আবেদন করেছেন রেকর্ড সংখ্যক ১ লাখ ৮৩ হাজার ৮৬১ জন শিক্ষার্থী। সম্প্রতি শেষ হওয়া এবারের ভর্তি পরীক্ষায় অনুপস্থিতির হারও ছিল অতীতের চেয়ে অনেক বেশি।

এবার ৫ ইউনিট ও ২ উপ-ইউনিটে মোট অনুপস্থিত ছিলেন ৬১ হাজার ৬৮৬ জন। গড়ে প্রতি ইউনিটে অনুপস্থিতির হার ৩৩ দশমিক ৫৫ শতাংশ। সর্বোচ্চ অনুপস্থিত ডি-১ উপ-ইউনিটে ৫৯ দশমিক ৭৯ শতাংশ। সর্বনিম্ন অনুপস্থিত সি-ইউনিটে, ২৭ দশমিক ২১ শতাংশ।

এ-ইউনিটে ৬৮ হাজার ৯২ জন ভর্তি আবেদনকারীর মধ্যে অংশ নিয়েছেন ৪৪ হাজার ৮২৬ জন। যা মোট পরীক্ষার্থীর ৬৫ দশমিক ৮৩ শতাংশ। অনুপস্থিত ছিলেন ২৩ হাজার ২৬৬ জন, ৩৪ দশমিক ১৩ শতাংশ।

বি-ইউনিটের পরীক্ষায় ৪২ হাজার ৬৬৮ জনের মধ্যে উপস্থিত ছিলেন ২৯ হাজার ৬২০ জন, ৬৯ দশমিক ৪১ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ৪৮ জন, ৩০ দশমিক ৫৯ শতাংশ।  

সি-ইউনিটে ১৩ হাজার ৯১৮ জন ভর্তি আবেদনকারীর মধ্যে অংশ নিয়েছেন ১০ হাজার ১৩২ জন। যা মোট পরীক্ষার্থীর ৭২ দশমিক ৭৯ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৪৬ জন, ২৭ দশমিক ২১ শতাংশ।

ডি-ইউনিটে ৫৪ হাজার ২৫২ জন ভর্তি আবেদনকারীর মধ্যে অংশ নিয়েছেন ৩৫ হাজার ৫০২ জন। যা মোট পরীক্ষার্থীর ৬৫ দশমিক ৪৪ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১৮ হাজার ৭৫০ জন, ৩৪ দশমিক ৫৬ শতাংশ।

বি-১ উপ-ইউনিটে ২ হাজার ২০ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৮৭৯ জন। উপস্থিতির হার শতকরা ৪৩ দশমিক ৫১ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১ হাজার ১৪১ জন, ৫৬ দশমিক ৪৯ শতাংশ।  

এছাড়া ডি-১ উপ-ইউনিটেও দেখা যায় একই চিত্র। ২ হাজার ৯০২ জন ভর্তি আবেদনকারীর মধ্যে উপস্থিত ছিলেন ১ হাজার ১৬৭ জন। উপস্থিতির হার ৪০ দশমিক ২১ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৭৩৫ জন, ৫৯ দশমিক ৭৯ শতাংশ।  

এর আগে গত ২৭ অক্টোবর বি-ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় চবির ২০২০-২১ সেশনের ভর্তিযুদ্ধ। ৫ নভেম্বর বি-১ ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয় এবারের ভর্তি পরীক্ষা। বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!