ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামে পৌঁছেছে ভিয়েতনাম থেকে চতুর্থ চালবাহী জাহাজ

চট্টগ্রামে পৌঁছেছে ভিয়েতনাম থেকে চতুর্থ চালবাহী জাহাজ

9fad8c7375dde7d1342ff14c55bcc604-57bdb167b31a5

নিউজ ডেক্স : ভিয়েতনাম থেকে সরকারিভাবে আমদানিকৃত চাল নিয়ে চতুর্থ জাহাজটি সোমবার ভোরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

জাহাজটির স্থানীয় এজেন্ট ইউনি শিপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল হোসাইন জানান, এমভি এশিয়ান এনার্জি নামের জাহাজটিতে আমদানিকৃত ২৫ হাজার ৩০০ টন আতপ চাল রয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের চলাচল ও সংরক্ষণ বিভাগের নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম জানান, দেশে চালের বাজার উধ্বমুখী হওয়ায় সরকার জি টু জি ভিত্তিতে ভিয়েতনাম থেকে আড়াই লাখ টন চাল আমদানি করছে। এর মধ্যে দুই লাখ টন আতপ এবং পঞ্চাশ হাজার টন সিদ্ধ চাল রয়েছে। ভিয়েতনাম থেকে আতপ চাল নিয়ে প্রথম জাহাজ গত ১৩ জুলাই চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। পরবর্তীতে আরো দুটি জাহাজ চট্টগ্রামে পৌঁছে।

তিনি আরো জানান, সোমবার চট্টগ্রাম বন্দরে আসা জাহাজ থেকে চালের নমুনা সংগ্রহ এবং কাস্টম হাউসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বহির্নোঙর থেকে লাইটারিংয়ের মাধ্যমে চাল খালাস শুরু হবে।

-সিটিজি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!