এলনিউজ২৪ডটকম : উপজেলার পশ্চিম কলাউজান এলাহি মোহাম্মদী (সাঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল আজ ১৩ নভেম্বর বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুহৃদ বরণ দাশের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোঃ ফয়সাল কোরান তেলাওয়াত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক ও বিশেষ অতিথি হিসেবে বিদ্যালয়ের অন্যতম শুভাকাঙক্ষী ব্যবসায়ী মোক্তার আহমদ উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কায়দা আজম রাজা, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা মনছুর আহমেদ, মোঃ আবুল হোছেন, মোঃ আইয়ুব মিয়াজি, ফৌজুল কবির, ছালে আহমদ, ফোরকান সওদাগর, প্রবাসী আবদুল আলম, সেকান্দর বাদশা, আবু তাহের, ইদ্রিস ফকির, দিলোয়ারা বেগম, গোলাম আলি, জসিম উদ্দিন সওদাগর ও আবুল হাশেম সওদাগর প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষক সবিতা রাণী দাশ, খালেদা বেগম ও সুমন কান্তি নাথ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। প্রধান শিক্ষক পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন। পরীক্ষার্থীদের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত করেন মাওলানা মনছুর আহমেদ।