এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম- ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বি. জি. সেনেরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গনে পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার।
এরফানুল করিম চৌধুরী বি. জি. সেনেরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
উল্লেখ্য, এরফানুল করিম চৌধুরী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাতকানিয়া উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান।