কায়সার হামিদ মানিক, উখিয়া : উখিয়ার সোনার পাড়ায় বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা আমান্য করে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা ৩ টি দোকান দখল পূর্বক তালা ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দুপুর ১ টার দিকে।
জানা যায়, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়া গ্রামের বিশিষ্ট আওয়ামীলীগ নেতা হাজী ছাদেক আলীর স্ত্রী আয়েশা বেগমের বি. এস খতিয়ান নং- ২০৩, বিএস দাগ নং- ৪০৭ এর আন্দর ০.৪৩৩ ক্রয়কৃত ও ভোগ দখলীয় জায়গায় ৩ টি দোকান নির্মান করে দীর্ঘদিন ধরে ভাড়া আদায়ী করে সংসার জীবন চালিয়ে আসছে। এমতাবস্থায়ী হঠাৎ জায়গা জমির মূল্য আকাশ ছোঁয়া বৃদ্ধি পাওয়ার সুযোগ কে কাজে লাগিয়ে একই গ্রামের আলী আহম্মদ মাষ্টারের ছেলে এলাকার চিহ্নিত অস্ত্রধারী লিয়াকত আলী বাবুলের নেতৃত্বে মৃত হাজী ছৈয়দ আহম্মদের ছেলে মোঃ হোছন, আবুল হোছনের ছেলে আনোয়ার প্রকাশ পুতিয়া, মকবুল আহম্মদের ছেলে নেছার উদ্দিন প্রকাশ নেছার, হাজী জাফর আলমের ছেলে কফিল উদ্দিন, নজির আহম্মদের দুই ছেলে আবুল কালাম ও আবুল মঞ্জুরসহ শীর্ষরা ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে গত ২২ জানুয়ারী সকাল ১০ টার দিকে আয়েশা বেগমের উক্ত দোকান গুলো জোরপূর্বক দখল করতে এলে খবর পেয়ে তাৎক্ষনিক ইনানী পুলিশ ফাঁড়ির আইসি আনিছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পেীছলে অস্ত্রধারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে পুলিশি গ্রেপ্তার থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বলে জানা যায়। উক্ত ঘটনার পর আয়েশা বেগম বাদী হয়ে ৭ জন কে আসামী করে উখিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানার ওসি অভিযোগটি আমলে নিয়ে ইনানী পুলিশ ফাঁড়ির আইসি ও সুনামধন্য পুলিশ কর্মকর্তা মোঃ আনিছুর রহমান কে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। ফাঁড়ির আইসি অভিযোগটি আমলে নিয়ে বিবাদীদেরকে বৈঠকে হাজীর হওয়ার জন্য নোটিশ প্রদান করলে, বিবাদীরা বৈঠকে উপস্থিত হয়ে ক্ষমতার দাপট ও থানা পুলিশ কে বৃদ্ধঙ্গুলি দেখিয়ে উক্ত বৈঠক থেকে চলে যায়। পরে আয়েশা বেগম বাদী হয়ে গত ৪ ফেব্রুয়ারী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত কক্সবাজার ৭ জন কে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ১০৯/২০১৮ইং। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে উক্ত জায়গায় বিবাদীদের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি করেন। বিজ্ঞ আদালতের মামলাটি ইনানী পুলিশ ফাঁড়িতে পৌছলে ফাঁড়ির আইসি মোঃ আনিছুর রহমান গতকাল রোববার সকাল ১০ টার দিকে ঘটনাস্থলে গিয়ে বিবাদীদেরকে উক্ত জায়গায় শান্তিশৃংখলা বজায় রাখার পাশাপাশি উক্ত জায়গায় বিবাদীদেরকে অনুপ্রবেশের জন্য নোটিশ প্রদান করেন। বাদী আয়েশা বেগম প্রতিবেদক কে অভিযোগ করে বলেন, থানার পুলিশ বিবাদীদের নোটিশ প্রদান করার পর বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উল্লেখিত অস্ত্রধারীরা দুপুর ১ টার দিকে ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে দোকান ৩ টিতে তালা ঝুলিয়ে দিয়েছে বলে তিনি জানান। তিনি আরো জনান, আগামী ১ সাপ্তাহের মধ্যে আদালতে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা না হলে তাকে স্ব-পরিবারে হত্যা করে লাশ ঘুম করা হবে মর্মে হুমকি ধমকি অব্যাহত রেখেছে বলেও তিনি জানান। আয়েশা বেগম অভিযোগ করে আরো বলেন, সে তার পরিবার পরিজন নিয়ে বর্তমানে অস্ত্রধারীদের অব্যাহত হুমকির মূখে চরম নিরাপত্তাহীন ভোগছে বলে তিনি জানান। তাই তিনি তার জীবনের নিরাপত্তার জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।