নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীতে ফটিকছড়ি ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা আবদুল মান্নানের (৫৮) লাশ উদ্ধার করা হয়েছে। নগরীর পাঁচলাইশ থানার নাজিরপাড়া নিজাম কলোনিতে বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার প্রথম স্ত্রী ও সন্তানকে আটক করেছে পুলিশ ।
স্থানীয় সূত্র জানায়, নিহত আব্দুল মান্নান ইসলামিক ফাউন্ডেশন ফটিকছড়ি শাখা মডেল কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদার সাংবাদিকদের জানান, পারিবারিক বিরোধের জেরে বুধবার গভীর রাতে স্ত্রী এবং সন্তানরা মিলে আব্দুল মান্নানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। আমরা তার স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। তিনি বলেছেন, তিনি নিজেই তার স্বামীকে হত্যা করেছেন। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে। -আজাদী অনলাইন