Home | দেশ-বিদেশের সংবাদ | আগামী সপ্তাহে হলি আর্টিজান মামলার চার্জশিট

আগামী সপ্তাহে হলি আর্টিজান মামলার চার্জশিট

gulshan-1-20180628172345

নিউজ ডেক্স : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, হলি আর্টিজান হামলার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যেই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। ডিএমপি কমিশনার আজ বৃহস্পতিবার তার কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান।

কমিশনার বলেন, ২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজানে এক নৃশংস সন্ত্রাসী হামলা হয়। সে হামলার পরে দায়েরকৃত মামলার তদন্ত কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে করা হচ্ছে। এই মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।

২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে নয়টার দিকে ৮ থেকে ১০ জন সন্ত্রাসী রেস্তোরাঁয় অতর্কিত হামলা চালিয়ে ২০ জন বিদেশি নাগরিকসহ ৩০-৩৫ জন লোককে জিম্মি করে রাখে। পরদিন শনিবার সকালে রেস্তোরাঁয় জিম্মিদের উদ্ধারে কমান্ডো অভিযান শুরু করে যৌথ বাহিনী। বিদেশি নাগরিকসহ মোট ১৩ জনকে জীবিত এবং মোট ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ছাড়া সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ডিবির সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম এবং বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!