এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ পুরান বিওসি এলাকায় ৩ ফেব্র“য়ারী সকাল সাড়ে ৭টায় চাকা পাংচার হয়ে একটি মাইক্রোবাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনের মতো আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। তবে আহত গুরতর নই। আহতরা স্থানীয় প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যাওয়ায় তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে মাইক্রোবাসটি কক্সবাজার অভিমুখে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে বিকট শব্দে গাড়ির চাকা পাংচার হয়। ফলে গাড়িটি রাস্তার উপর পুরো উল্টে যায়। গাড়িতে অন্ততঃ ১৫ জন যাত্রী ছিল বলে জানা যায়। ঘটনার পর মাইক্রোবাস চালক ও সহকারী গা ঢাকা দিয়েছে।

পরে স্থানীয়রা রাস্তার উপর থেকে গাড়িটি সরান। ফলে গাড়ি চলাচল স্বাভাবিক হয় বলে জানা যায়।