
______ ফিরোজা সামাদ ______
একুশ আমার ভাইয়ের বুকে
অথৈ রক্তের প্লাবন ,
একুশ আমার মায়ের চোখে
অশ্রু ধারা শ্রাবণ !!

একুশ অামার মায়ের ভাষা
ভায়ের মনের আশ,
একুশ হলো মায়ের গলায়
শিকল পরা ফাঁস !!

একুশ বাংলার মাতৃ ভাষা
আন্দোলনের মাস,
একুশ মানে বাঙলা ভাষায়
প্রাণের উল্লাস !!
একুশ হলো আমতলা থেকে
বের হওয়া এক মিছিল,
একুশ মানে রাজপথে লাল
তাজা রক্তের ফেনিল !!
একুশ হলো অ আ ক খ
বর্ণের করুণ চিৎকার ,
একুশ জাতির বাঙলা ভাষা
প্রতিষ্ঠার অধিকার !!
একুশ মানে ফাগুন বসন্তে
বাংলার বর্ণের সমাহার,
একুশ তুমি বাংলা মায়ের
গলায় হীরের হার !!
একুশ মানে রফিক সফিক
নাম না জানা ছবি,
একুশ বাহান্ন থেকে একাত্তরের
স্বাধীন বাংলার দাবী !!
একুশ মানে স্বাধীন দেশে
বাংলায় কথা বলা ,
অমর একুশে অনাদিকাল
থাকুক পথচলা !!