Home | দেশ-বিদেশের সংবাদ | ২০১৮ সালে সড়ক দূর্ঘটনায় ৪ হাজার ৪৩৯ জনের প্রাণহানী

২০১৮ সালে সড়ক দূর্ঘটনায় ৪ হাজার ৪৩৯ জনের প্রাণহানী

road-20190129123124

নিউজ ডেক্স : গত এক বছ‌রে সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৪৩৯ জন মানুষ প্রাণ হা‌রি‌য়ে‌ছেন। ওই বছর সারা‌দে‌শে মোট ৩ হাজার ১০৩টি সড়ক দুর্ঘটনা ঘ‌টে‌ছে। এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠ‌নের সভাপ‌তি ই‌লিয়াস কাঞ্চন।

মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আ‌য়ো‌জিত ২০১৮ সা‌লের সড়ক দুর্ঘটনার প‌রিসংখ্যান প্র‌তি‌বেদন প্রকাশ অনুষ্ঠা‌নে তি‌নি এসব তথ্য তু‌লে ধ‌রেন।

এর আগে ২৫ জানুয়ারি বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, ২০১৮ সালে সড়কে ৫ হাজার ৫১৪টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৭ হাজার ২২১ জন। আহত হয়েছেন ১৫ হাজার ৪৬৬ জন। সড়ক, রেল, নৌ ও আকাশপথের মোট দুর্ঘটনার সংখ্যা ৬ হাজার ৪৮টি। এসব দুর্ঘটনায় মোট নিহত হয়েছেন ৭ হাজার ৭৯৬ জন। আহতের সংখ্যা ১৫ হাজার ৯৮০।

আজ লি‌খিত বক্ত‌ব্যে ইলিয়াস কাঞ্চন ব‌লেন, ‘২০১৮ সা‌লে সড়ক দুর্ঘটনায় ৪৪৩৯ জন মানুষের প্রাণ গে‌লেও ৭ হাজার ৪২৫ জন আহত হ‌য়ে‌ছেন। হাসপাতা‌লে ভ‌র্তির পর ৭৪০ জন মারা গে‌ছেন। ত‌বে মৃত্যুর সংখ্যা ২০১৭ সা‌লের চাই‌তে ২৪৬ জন কমেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!