ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সব রেকর্ড ভাঙল

হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সব রেকর্ড ভাঙল

নিউজ ডেক্স : দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগী ও মৃত্যুর সংখ্যা। দেশের ইতিহাসে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ হয়েছিল ২০১৯ সালে।

এই বছর আগেই ডেঙ্গুতে মৃত্যু সব রেকর্ড ছাড়িয়ে গেছে। আর এই আগস্ট মাসে হাসপাতালে ভর্তি আগের সব রেকর্ড ছাড়াল।

সবশেষ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুই হাজার ১৯৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৭২ জন এবং ঢাকার বাইরে এক হাজার ৩২৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ২০০০ সালে দেশে সাড়ে পাঁচ হাজার জন ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হন এবং ৯৩ জনের মৃত্যু হয়। ২০০১ সালে আড়াই হাজার লোক ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হন এবং ৪৪ জনের মৃত্যু হয়।

২০০২ সালে ছয় হাজার লোক ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হন, ৫৮ জনের মৃত্যু হয়। ২০০৩ সালে ৪৮৬ জন ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হন, মারা যান ১০ জন। ২০০৪ সালে চার হাজার লোক ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হন, ১৩ জন মারা যান।

২০০৫ সালে এক হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন, চারজনের মৃত্যু হয়। ২০০৬ সালে দুই হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন, মারা যান ১১ জন।

২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত আড়াই হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেও কেউ মারা যাননি। ২০১১ সালে দেড় হাজার লোক ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হন, ছয়জন মারা যান।

২০১২ সালে ৬৭১ জন হাসপাতালে ভর্তি হন, একজনের মৃত্যু হয়। ২০১৩ সালে প্রায় দুই হাজার জন হাসপাতালে ভর্তি হন, দুজনের মৃত্যু হয়। ২০১৪ সালে ৩৭৫ জন হাসপাতালে ভর্তি হলেও মৃত্যু নেই।

২০১৫ সালে তিন হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন, মারা যান ছয়জন। ২০১৬ সালে ছয় হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন, মারা যান ১৪ জন। ২০১৭ সালে তিন হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন, মারা যান আটজন।

২০১৮ সালে ১০ হাজার ১৪৮ জন হাসপাতালে ভর্তি হন, মারা যান ২৬ জন। ২০১৯ সালে এক লাখ এক হাজার ৩৫৪ জন হাসপাতালে ভর্তি হন, মারা যান ১৭৯ জন।

২০২০ সালে দেড় হাজার মানুষ হাসপাতালে ভর্তি হলেও মৃত্যু হয় চারজনের। আর ২০২১ সালে হাসপাতালে ভর্তি হন সাড়ে ২৮ হাজার ডেঙ্গু রোগী, মারা যান ১০৫ জন। ২০২২ সালে সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং মোট ২৮১ জন মারা যান।

২০১৯ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির রেকর্ড হয়েছিল। সে বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হন মোট এক লাখ এক হাজার ৩৫৪ জন।

আর চলতি বছরের ২১ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ দুই হাজার ১৯১ জন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড। পাশাপাশি এ বছর ডেঙ্গুতে মোট ৪৮৫ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!