Home | দেশ-বিদেশের সংবাদ | সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ ২ এপ্রিল থেকে বন্ধ

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ ২ এপ্রিল থেকে বন্ধ

নিউজ ডেক্স : বর্ষাকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে আগামী ২ এপ্রিল থেকে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণ বন্ধ করে দেওয়া হচ্ছে।

গতকাল সোমবার সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী বলেন, টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে চলাচলকারী পর্যটকবাহী জাহাজের অনুমতির মেয়াদ হচ্ছে আগামী ৩১ মার্চ পর্যন্ত। তাই এরপর থেকে এই পথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। শুধু একটি জাহাজ কেয়ারি সিন্দাবাদের আগামী ২ এপ্রিল পর্যন্ত সেন্টমার্টিনে চলাচলের অনুমতি রয়েছে। এরপর সেটিও বন্ধ করে দেওয়া হবে। খবর বিডিনিউজের।

যদি আর কোনো পর্যটকবাহী জাহাজ চলাচলের জন্য মেয়াদ বাড়ায় সেক্ষেত্রে তাদের অনুমতি প্রদান করা হবে বলে জানান ইউএনও।

এদিকে আগামী ২ এপ্রিল থেকে টেকনাফ-সেন্টমার্টিন পথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কুয়াব)।

বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি তোফায়েল আহমেদ জানান, টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলের অনুমতি আছে ৩১ মার্চ পর্যন্ত। কিন্তু ২ এপ্রিল পর্যন্ত কিছু পর্যটক সেন্টমার্টিনে রাত্রিযাপন করবেন বলে তাদের আনার জন্য ওই দিন পর্যন্ত জাহাজ চলাচলের সিদ্ধান্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!