Home | লোহাগাড়ার সংবাদ | সুখছড়ি উচ্চ বিদ্যালয়ে গরমে অতিষ্ট হয়ে ৩ ছাত্রী অজ্ঞান

সুখছড়ি উচ্চ বিদ্যালয়ে গরমে অতিষ্ট হয়ে ৩ ছাত্রী অজ্ঞান

189
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি উচ্চ বিদ্যালয়ে গরমে অতিষ্ট হয়ে ৩ ছাত্রী অজ্ঞান হয়ে পড়েছে। আজ ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ।

ছাত্রীরা হল সুখছড়ি এলাকার মোঃ জামালের কন্যা এনি আক্তার (৮ম শ্রেণী), ফরিদুল আলমের কন্যা উম্মে হাবিবা (৯ম শ্রেণী) ও সুখছড়ি হাজির পাড়ার আহম্মদ হোসেনের কন্যা মুনিয়া (৯ম শ্রেণী)।

প্রধান শিক্ষক জানান, প্রচন্ড তাপদাহে এক সপ্তাহ যাবত ২/৩ জন করে বিদ্যালয়ের ছাত্রী অজ্ঞান হয়ে আসছিল। তারা প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে যায়। আজ ৩ জন ছাত্রী অজ্ঞান পড়লে প্রাথমিক চিকিৎসা শেষে লোহাগাড়া উপজেলা সদরের বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। আরো ছাত্রী অজ্ঞান হওয়ার আশংকায় দুপুরের বিরতীতে বিদ্যালয় ছুটি দেয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তবে শংকামুক্ত বলে জানান তিনি।

তিনি আরো জানান, বিদ্যালয় ক্যাম্পাসে অশরীরি আত্মার প্রভাবে ছাত্রীরা অজ্ঞান হচ্ছে এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে এলাকাবাসীর পরামর্শে বিদ্যালয়ে দোয়া-দরূদের আয়োজন করা হয়। আগামীকালও বিদ্যালয়ে দোয়া-দরূদের আয়োজন থাকবে।

লোহাগাড়া মা-মনি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মনজুর আলম জানান, প্রচন্ড গরম সহ্য করতে না পেরে ছাত্রীরা অজ্ঞান হয়েছে। তবে তারা এখন শংকামুক্ত।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি অফিসার ডাঃ নুরুল ইসলাম জানান, এ ঘটনায় হাসপাতালে কেউ ভর্তি হয়নি।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই মাঈনুদ্দিন জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!