ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় লকডাউনের প্রথমদিনে ১৫ হাজার ৮শ টাকা জরিমানা

লোহাগাড়ায় লকডাউনের প্রথমদিনে ১৫ হাজার ৮শ টাকা জরিমানা

এলনিউজ২৪ডটকম : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত ঈদ পরবর্তী কঠোর লকডাউনের প্রথম দিনে লোহাগাড়ায় ১৯ মামলায় ১৫ হাজার ৮শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৩ জুলাই) দিনব্যাপী উপজেলা সদর বটতলী স্টেশন ও পদুয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী। সাথে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজার ১০ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন নাদিম মোস্তাফা, থানার এসআই পার্থ সারথি হাওলাদার ও ভূমি অফিসের মুহাম্মদ মহসিন লিটন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখা ও অযথা ঘুরাঘুরি করায় সংক্রমণ আইনে ২০১৮ এর ২৪ ধারায় ১৯ মামলায় ১৫ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ আন্তরিকতার সাথে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!