ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় পাহাড় খেকো কর্তৃক সাংবাদিক লাঞ্ছিত, থানায় জিডি

লোহাগাড়ায় পাহাড় খেকো কর্তৃক সাংবাদিক লাঞ্ছিত, থানায় জিডি

58543497_880974715588395_2966948272612048896_n

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পাহাড় খেকো কর্তৃক চট্টগ্রামের আঞ্চলিক ভাষার অনলাইন টিভি চ্যানেল সি প্লাস’র লোহাগাড়া-সাতকানিয়া প্রতিনিধি এরশাদ হোছাইন লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। গত ২৭ এপ্রিল উপজেলার চরম্বা বিবিরবিলা এলাকায় পাহাড়-টিলা কাটার খবর সংগ্রহ করতে গিয়ে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আজ ২৮ এপ্রিল সাংবাদিক এরশাদ হোছাইন লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, ঘটনারদিন বেলা ৩টায় উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিরবিলা এলাকায় পাহাড়-টিলা কাটার খবর পেয়ে সংবাদ সংগ্রহ যান তিনি। ঘটনার সত্যতা পাওয়া ভিডিও ক্যামেরায় পাহাড়-টিলা কাটার ভিডিও ধারণ করেন। ওই সময় মাটি পরিবহণের গাড়ি চালক ও মাটি কাটার শ্রমিকের সাথে কথা বলে জানতে পারেন পাহাড়-টিলাগুলো স্থানীয় প্রভাবশালী বিবিএম ইট ভাটার মালিক শাহ আলমের নির্দেশে কাটা হচ্ছে। এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য নিতে গেলে তিনি পাহাড় কাটার কথা স্বীকার করেন এবং অকথ্য ভাষায় গালমন্দ ও ভিডিও ক্যামেরা ভেঙ্গে ফেলার হুমকী দেন। অভিযুক্ত শাহ আলমের সাথে যোগাযোগে ব্যর্থ হওয়ায় এ ব্যাপারে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!