ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় কৃষক জাহেদ হত্যা মামলার আসামী গ্রেপ্তার

লোহাগাড়ায় কৃষক জাহেদ হত্যা মামলার আসামী গ্রেপ্তার

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে কৃষক আবু জাহেদ হত্যা মামলায় মো. জাহেদ (২৮) নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১১ জুলাই) রাতে নরসিংদীর মাধবদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহেদ উপজেলার চুনতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতগড় পূর্ব পাড়ার মৃত আব্দুল আলমের পুত্র ও হত্যা মামলার ২ নম্বর আসামী।

জানা যায়, ঘটনার পর গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিল আসামী জাহেদ। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জাহেদ সেখানে রাজমিস্ত্রির কাজ জীবিকা নির্বাহ করত।

এদিকে, ঘটনার ৭ সাত মাস অতিবাহিত হলেও হত্যাকান্ডের প্রধান আসামী মো. হারুন (৪২) ধরাছোঁয়ার বাইরে রয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহত কৃষক আবু জাহেদের পরিবার। তাকেসহ ঘটনার সাথে জড়িত অন্যদেরও গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই নুরুন্নবী জানান, বুধবার (১২ জুলাই) সকালে কৃষক জাহেদ হত্যা মামলার এক আসামীকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। একইদিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সনের ৩০ ডিসেম্বর রাতে বাড়ি ফেরার পথে চুনতি ইউনিয়নের সাতগড় ছড়ার ব্রিজ এলাকায় ঘটনার দুই মাস পূর্বে জুয়া খেলার প্রতিবাদ করায় কাটাকাটির জের ধরে একদল সন্ত্রাসী আবু জাহেদকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। পরদিন আহতের স্ত্রী উর্মি সোলতানা সাদিয়া সাদেকা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় মো. হারুন (৪২), মো. জাহেদ (২৮), ওমর ফারুক প্রকাশ ওমর (৩২), মো. রায়হানকে (৩৩) এজাহারনামীয় আসামী করা হয়। গত ৩ জানুয়ারি সন্ধ্যায় আহত কৃষক আবু জাহেদ নগরীর এক বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন মামলার ৩ নম্বর আসামী ওমর ফারুক প্রকাশ ওমর চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণপূর্বক জামিন আবেদন করলে তাকে কারাগারে প্রেরণ করেন। কৃষক আবু জাহেদ উপজেলার চুনতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাতগড় নয়া পাড়ার মৃত সাহাব মিয়ার পুত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!