Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন করায় লিগ্যাল নোটিশ

লোহাগাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন করায় লিগ্যাল নোটিশ

71200307_2268349719943796_871230297767673856_n

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার উত্তর কলাউজান (রাবার ড্যাম সংলগ্ন) টংকাবতী খাল থেকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করায় লিগ্যাল নোটিশ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রাশিদা চৌধুরী (নিলু)।

গত ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম জেলা প্রশাসক, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ বরাবরে এ লিগ্যাল নোটিশ প্রেরণ করেন।

নোটিশে বলা হয়েছে, উপজেলার চরম্বা ইউনিয়নের মেসার্স কাশেম চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল কাশেম চৌধুরী যাতে টংকাবতী খালের রাবার ড্যাম এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারেন তার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু, আবুল কাশেম চৌধুরী আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে গায়ের জোরে গত ২০ সেপ্টেম্বর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। নোটিশ পাওয়ার পর অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না হলে আদালত অবমাননার দায়ে আইনগত ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করেছেন।

71017783_2686692901343222_1139412604100280320_n

উল্লেখ্য, উত্তর কলাউজান (রাবার ড্যাম সংলগ্ন) টংকাবতী খালে ‘বিবিবিলা বালুমহাল’ থেকে বালু উত্তোলন সম্পূর্ণ রূপে বন্ধ করার নিমিত্তে মহামান্য হাইকোর্ট ডিভিশনে মামলা (নং- ১০৮৪৮/২০১৮) দায়ের করা হয়। তারই প্রেক্ষিতে ২০১৮ সনের ২৯ আগষ্ট আদালত কারণ দর্শানোর রুল নিশি জারী করে। প্রতিপক্ষ আবুল কাশেম চৌধুরীকে টংকাবতী খালের রাবার ড্যামের পাশে ড্রেজার মেশিন বসিয়ে নির্বিচারে অবৈধভাবে বালু উত্তোলন করা হতে বিরত রাখার নিমিত্তে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছিল।

অপরদিকে, মেসার্স কাশেম চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল কাশেম চৌধুরীর সাথে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ায় এ ব্যাপারে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!