Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে মুড়ি

লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে মুড়ি

71200110_515992712529926_1383991294887460864_n

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আধুনগরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে মুড়ি। থ্রীষ্টার নামে এ মুড়ির কারখানায় পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান (বিএসটিআই) কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেই বলে জানা গেছে। শুধুমাত্র ট্রেড লাইসেন্স নিয়ে এ কারখানা চালিয়ে যাচ্ছে। লোহাগাড়া উপজেলাসহ বিভিন্ন এলাকায় দেদারছে বাজারজাত করছে এ কারখানায় উৎপাদিত মুড়ি। তবে, তা কতটুকু স্বাস্থ্যসম্মত তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সচেতন মহলের মাঝে।

জানা যায়, আধুনগর ইউনিয়ন পরিষদ ভবনের দক্ষিণে রোস্তমের পাড়া সড়কের পাশে ছোট্ট একটি ঘরে কয়েক বছর আগে থ্রীষ্টার মুড়ির কারখানাটি গড়ে ওঠেছে। শ্রমিকরা অপরিচ্ছন্ন মেঝেতে বসে মুড়ির প্যাকেট করে। মুড়ির প্যাকেটে নেই কোন ব্যাচ নম্বর, উৎপাদানের তারিখ। ময়লার পাশেরই রাখা হয়েছে মুড়ির স্তুপ। মুড়ির প্যাকেটে সুপার স্টার লেখা থাকলেও কারখানার সাইনবোর্ড ও ভিজিটিং কার্ডে লেখা আছে ‘থ্রীষ্টার মুড়ির মিল’।

তবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সংক্রান্ত কাগজপত্র না থাকলেও মানসম্মত মুড়ি উৎপাদন করছে বলেও দাবি করছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম।

কারখানার মালিক উপজেলার আধুনগর ওজাপাড়ার মৃত নূর আহমদের পুত্র মোঃ আইয়ুব। বৈধতা সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, মুড়ি উৎপাদন করতে কোন অনুমোদন লাগে না। যদি অনুমোদন লাগে আগামীতে নিয়ে রাখব।

এ প্রসঙ্গে লোহাগাড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শের আলী জানান, থ্রীষ্টার মুড়ি কারখানার বৈধ কোন কাগজপত্র আছে কিনা জানা নেই। অনুমোদন না থাকলে তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!