
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চাকুরিচ্যুত সব কর্মকর্তার পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা সদর বটতলী স্টেশনে সাতকানিয়া-লোহাগাড়া ইসলামী ব্যাংক চাকুরিচ্যুত ফোরামের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

চাকুরিচ্যুত ব্যাংক কর্মকর্তা সাইফুল আরমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন নাঈমুল ইসলাম, হুমায়ুন কবির, আসাদুল্লাহ, মো. আব্দুল করিম, আজিজুল হক, মোহাম্মদ সোলাইমান, মিশকাতুল ইসলাম ও পারভেজ রোহান প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, সব বৈধ কাগজপত্রের মাধ্যমে চাকুরিতে যোগদান করা হলেও চাকুরিচ্যুতির পর অধিকাংশেরই সরকারি চাকরিতে আবেদন করার বয়স উত্তীর্ণ হয়ে গেছে। কোনো ধরনের নোটিশ ছাড়াই হঠাৎ তাদের চাকরিচ্যুত করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। ফলে পরিবার-পরিজন নিয়ে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন।
চাকুরি হারানোর পর পরিবারে চলছে অভাব-অনটন। সন্তানদের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাই মানবিক দিক বিবেচনায় দ্রুত আমাদের পুনর্বহাল করা প্রয়োজন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদকে চাকুরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহালের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
Lohagaranews24 Your Trusted News Partner