ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | রোজিনা অবশ্যই ন্যায়বিচার পাবেন : ড. মোমেন

রোজিনা অবশ্যই ন্যায়বিচার পাবেন : ড. মোমেন

নিউজ ডেক্স : সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারের প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা পুরোপুরি স্বাধীন ও নিরপেক্ষ। সে কারণে সাংবাদিক রোজিনা ইসলাম অবশ্যই ন্যায়বিচার পাবেন।

শুক্রবার (২১ মে) যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেওয়া এক  সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

ড. মোমেন বলেন, কেউ বিনা কারণে শাস্তি পাক, সেটা আমরা প্রত্যাশা করি না। আমাদের বিচার ব্যবস্থা খুব স্বাধীন। রোজিনা ইসলাম অবশ্যই ন্যায়বিচার পাবেন। রোজিনা ইসলামের বিষয়টি এখন একটি আইনি বিষয়। এটা আইনিভাবেই মীমাংসা হবে। এটা নিয়ে আমরা এর বেশি কথা বলতে চাই না।

এর আগে বৃহস্পতিবার ড. মোমেন বলেছিলেন, সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক। বাংলাদেশ সরকারের কিছু লুকানোর নেই। গুটি কয়েক লোকের আচরণের জন্য আমাদের এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখোমুখি হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণমাধ্যমবন্ধব সরকার। তবে রোজিনা ইসলামের সঙ্গে যা ঘটেছে, তা অনভিপ্রেত। আমরা তার ন্যয়বিচার প্রত্যাশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!