Home | দেশ-বিদেশের সংবাদ | ভারতে ভেজাল মদ্যপানে নিহতের সংখ্যা বেড়ে ৭০

ভারতে ভেজাল মদ্যপানে নিহতের সংখ্যা বেড়ে ৭০

ভেজাল মদপানে বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে

ভেজাল মদপানে বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে

নিউজ ডেক্স : ভারতে ভেজাল মদপানে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭০ জনে দাঁড়িয়েছে। এর আগে এই ঘটনায় মৃতের সংখ্যা ৪৪ জন বলে জানানো হয়েছিল। দেশটির উত্তর প্রদেশ ও উত্তরাখন্ডে গত তিনদিনে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

জানা গেছে, উত্তর প্রদেশ রাজ্যের সাহারনপুর জেলায় ৩৬ জন এবং কুশিনগর জেলায় ৮ জন নিহত হয়েছে। এ ছাড়া উত্তরাখন্ডে মারা গেছে ২৮ জন। এ ছাড়া বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।  মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ বলছে, উত্তর প্রদেশ রাজ্যের সাহারানপুরের যারা মারা গেছে তারা পার্শ্ববর্তী উত্তরাখন্ডে একটি শেষকৃত্য অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে তারা ভেজাল মদপান করে মারা গেছে। কয়েকজন সেই মদ সাহারানপুরে নিয়ে এসে বিক্রি করে।

প্রসঙ্গত, উত্তর প্রদেশে ২০১১ সাল থেকে এ পর্যন্ত ভেজাল মদপানে ১৭৫ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে।

সূত্র : এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!