ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | বিডি জবসের প্রধান নির্বাহী মাশরুরকে ছেড়ে দেওয়া হয়েছে

বিডি জবসের প্রধান নির্বাহী মাশরুরকে ছেড়ে দেওয়া হয়েছে

bdjobs-20180425125728

নিউজ ডেক্স : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি ও বিডি জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) একেএম ফাহিম মাশরুরকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের (সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশন) অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার নাজমুল সুমন জানান, তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগের স্বপক্ষে তার ফেসবুক আইডি থেকে যথেষ্ট পরিমাণ সাক্ষ্য পাওয়া যায়নি। বিষয়টির অধিকতর তদন্ত চলমান রয়েছে। মামলা যে কেউ করতে পারে সঠিক তদন্ত করাই পুলিশের কাজ। প্রযুক্তি সহায়তা নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  সাইবার ইউনিট সাধারন মানুষ কে হয়রানি করে না।

এর আগে বুধবার সকালে রাজধানীর কাওরান বাজারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় গ্রেপ্তার করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক গণশিক্ষা সম্পাদক মো. আল সাদিক গত ২২ এপ্রিল এ বিষয়ে কাফরুল থানায় এজাহার দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!